Site icon Jamuna Television

বাণিজ্য অনুষদের পাশে ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের পাশ থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই ছাত্রের নাম তানভীর রহমান।

নিহত তানভীর এমবিএ’র সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকার শেওড়াপাড়ায় থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাণিজ্য অনুষদের ছাদ থেকে পড়ে এক ছাত্র মারা গেছে। সে ২০১৪ সালে ব্যবসায় প্রশাসন বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়।

কলা ভবনের পেছন থেকে ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version