Site icon Jamuna Television

মোহাম্মদপুরে কবির বাহিনীর ছিনতাইয়ের ফিল্মি দৃশ্য সিসিটিভিতে (ভিডিও)

মোহাম্মদপুরে কবির বাহিনীর ডাকাতির একটি সিসিটিভি ভিডিও এসেছে যমুনা নিউজের হাতে। ভিডিওতে দেখা যায়, সিনেমার কায়দায় রাস্তায় পরপর দুটি রিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে লুটপাট করে নিয়ে যায় তারা।

প্রথমে একজন একটি ধারালো চাপাতি নিয়ে রাস্তায় এসে একটি রিকশার গতিরোধ করে একজন। এরপর আরও দুইজন বেরিয়ে আসে। এসময় উল্টোদিক থেকে আসা আরও একটি রিকশা আটকে যাত্রীকে চাপাতি দেখিয়ে তার কাছ থেকে কিছু একটা নিয়ে পকেটে ঢোকায় এবং রিকশাটিকে ছেড়ে দেয়। আর এর মধ্যে শিশুসহ তিন আরোহীসহ আটককৃত প্রথম রিকশাটির যাত্রীদেরও চাপাতি দেখিয়ে তাদের কাছ থেকে লুটপাট করে তারা।

এর মধ্যে রিকশাটির পেছনে আরেকটি সিএনজি অটোরিকশা থামলে সেটাকে চাপাতি উঁচিয়ে ভয় দেখিয়ে লুটপাট করে তারা।

ভিডিওটি দেখুন এখানে।

/এডব্লিউ

Exit mobile version