Site icon Jamuna Television

খুলনায় আট মাস পর সেপটিক ট্যাংক থেকে বাবার লাশ উদ্ধার, ছেলেসহ আটক ২

ছবি: প্রতীকী

খুলনা ব্যুরো:

খুলনার রুপসা উপজেলার যুগহাটি থেকে নিখোঁজের আট মাস পর এনামুল হক নামে এক বৃদ্ধের লাশ নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গলিত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে নিয়ামুল ইসলাম তানভীরসহ দুইজনকে আটক করেছে।

রুপসা থানার ওসি সরদার মোশারফ হোসেন জানান, পারিবারিক কলহের জেরে চলতি বছরের ৯ মে নিহত এনামুলের বড় ছেলে নিয়ামুল ইসলাম (তানভীর) মশলা বাটার শিল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান এনামুল। এরপর তানভীর তার সহযোগী জুম্মনকে নিয়ে বাড়ির সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখে। সেই থেকে এনামুল নিখোঁজ বলে প্রচার করতে থাকে তানভীর।

বৃহস্পতিবার সকালে পিতাকে নিয়ে দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে বড় ছেলে পিতাকে হত্যা ও লাশ গুম করে রাখার কথা স্বীকার করে। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ওসি সরদার মোশারফ হোসেন জানান, ঘটনাটি খুবই স্পর্শকাতর ও মর্মান্তিক। ছেলের হাতে পিতা খুন ও লাশ গুমের খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করে।

/এসএইচ

Exit mobile version