Site icon Jamuna Television

জয়ে ফিরলো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড

ছবি: সংগৃহীত

রাতের একমাত্র ম্যাচে জয় পেয়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউ ৩-১ গোলে হারিয়েছে বার্নলিকে।

ওল্ডট্রাফোর্ড ম্যাচে ৬ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো। বার্নলি কিপারকে ওয়ান টু ওয়ানে পরাস্ত করতে ব্যর্থ হন সিআর সেভেন। তবে দুই মিনিট পর রোনালদোর অ্যাসিস্টে রেড ডেভিলদের এগিয়ে দেন স্কট ম্যাকটমিনি।

২৭ মিনিটে সানচোর শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন বার্নলি ডিফেন্ডার বেন মি। ৩৫ মিনিটে ম্যানইউর হয়ে তৃতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো। ৩৮ মিনিটে অ্যারন লেনন এক গোল শোধ দেন বার্নলির হয়ে।

ম্যাচের বাকি সময় ম্যানইউ বেশ কিছু সুযোগ তৈরি করলেও ব্যর্থ হয় গোল করতে। ৩-১ এর সহজ জয়ে আনন্দ নিয়ে বছর শেষ করলো রেড ডেভিল ভক্তরা।

আরও পড়ুন: ‘পঞ্চপাণ্ডবের কোনো অর্জন নেই’, সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন তামিম

ইউএইচ/

Exit mobile version