Site icon Jamuna Television

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে উখিয়ায় প্রধানমন্ত্রী

জাতিগত সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করতে কক্সবাজারের উখিয়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন তিনি। সকাল সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখানে থেকে হেলিকপ্টারে উখিয়ার কুতুপালং-এ যান তিনি। পরে পরিদর্শন করেন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প। সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version