Site icon Jamuna Television

ছাত্রলীগের সম্মেলন মে মাসে

আগামী মে মাসে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরামর্শ দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা গেছে, বৈঠকে ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী আগামী মে মাসে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের কথা জানান। মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভালো কোনও দিন দেখে সম্মেলনের তারিখ ঠিক করার কথাও তিনি বলেন।

এর আগে গত ৩১ মার্চ ও ১ এপ্রিল ছাত্রলীগের ২৯-তম সম্মেলনের সময়সীমা নির্ধারণ করা হয়ছিল। তবে পরবর্তীতে ওই সম্মেলন স্থগিত হয়। ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ছাত্রলীগের ২৮-তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে সাইফুর রহমান সোহাগকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version