Site icon Jamuna Television

জনসনের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর: গবেষণা

সংগৃহীত ছবি

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর। দক্ষিণ আফ্রিকায় চালানো একটি গবেষণা থেকে এই তথ্য জানা গেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর।

দক্ষিণ আফ্রিকার সরকারের গবেষণাটি বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে জনসনের টিকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর।

গবেষণার জন্য দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল ৬৯ হাজার স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্যপরীক্ষা করেছে। জনসনের তৈরি করোনাভাইরাসের টিকা নেয়া এই কর্মীদের বুস্টার ডোজ দেয়া হয়েছিল। এরপর তাদের সাথে তুলনা করা হয়েছে টিকা না নেয়া ব্যক্তিদের। এই গবেষণাটি চালানো হয়েছে গত ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

Exit mobile version