Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা দিলে ঘটবে সম্পর্কচ্ছেদ, বাইডেনকে পুতিনের হুঁশিয়ারি

ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন। সংগৃহীত ছবি

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে সব সম্পর্কচ্ছেদের হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ হুঁশিয়ারি দেন তিনি।

প্রায় এক ঘণ্টা ফোনালাপ হয় দুই রাষ্ট্রপ্রধানের। এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে রাশিয়ার ওপর অবরোধ-নিষেধাজ্ঞা দেয়া হলে সেটি হবে ঐতিহাসিক ভুল। যার পরিণতি সম্পর্কচ্ছেদে গড়াবে। পাল্টা হুঁশিয়ারি দেন জো বাইডেনও। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন চালানো হলে কড়া জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রসহ মিত্ররা।

চলতি মাসে দ্বিতীয়বারের মতো সংলাপে বসলেন দুই শক্তিধর রাষ্ট্রপ্রধান বাইডেন ও পুতিন। আলোচনার মূল ইস্যু ছিলো ইউক্রেনের নিরাপত্তা সংকট।

Exit mobile version