Site icon Jamuna Television

আইসোলেশনে নোরা ফতেহি

ছবি: সংগৃহীত।

করোনায় আক্রান্ত বলিউড তারকা নোরা ফতেহিকে আইসোলেশনে রাখা হয়েছে। ২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তখন থেকেই সব ধরনের সাবধানতা এবং কোভিড বিধি মেনে আইসোলেশনে রাখা হয়েছে তাকে। নোরার মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে নোরা আইসোলেশনে রয়েছেন।

গ্লোবাল ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নোরার একটি অনুষ্ঠানে যাওয়ার কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছিল নেটমাধ্যমে। সেই ছবিগুলি যে আসলে পুরনো, সে কথাও স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে সেই বিবৃতিতে। বিবৃতিতে জানানো হয়েছে, বিগত কয়েক দিন বাড়িতেই ছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত নোরা ফতেহি

নোরা নিজেও ভক্তদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, দুর্ভাগ্যবশত আমি কোভিডের সাথে লড়াই করছি। কোভিড আমাকে বড় ধাক্কা দিয়েছে। কয়েক দিন ধরে শয্যাশায়ী ছিলাম। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি।

সকলে দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পরুন। যে কোনো মানুষেরই এই রোগটি হতে পারে। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। নিজের স্বাস্থ্যকে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত। সকলে নিজের খেয়াল রাখুন, ভাল থাকুন।

Exit mobile version