Site icon Jamuna Television

‘এমন সন্ধ্যার পরিকল্পনা ছিল না’, লিফটে ১ ঘণ্টা আটকা স্মিথ

ছবি: সংগৃহীত

প্রায় এক ঘণ্টারও বেশি সময় লিফটের মধ্যে আটকেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ। তবে তিনি এই সময়টায় ঘাবড়ে না গিয়ে উল্টো মজা করে কাটিয়েছেন৷ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে গিয়ে নিজ ভক্তদের নিজের অবস্থানের কথা জানিয়েছেন। সঙ্গে লিফটে আটকে গেলে কী করা উচিত এসব বিষয়ে পরামর্শও চেয়েছেন।

স্মিথ যখন লিফটে আটকা পরেন তখন তার সতীর্থ মার্নাস লাবুসানে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।

এ বিষয়ে ভিডিওতে স্মিথ বলেন, আমি আমার ফ্লোরে আছি। আমি সেখানে আছি, কিন্তু লিফটের দরজা খুলছে না৷ মনে হচ্ছে অকেজো হয়ে গেছে। আমি দরজা খোলার চেষ্টা করেছি। লাবুসানে অপর পাশে আছে। সেও দরজা খোলার চেষ্টা করছে কিন্তু খুব বেশি কাজ হয়নি। এর সঙ্গেই স্মিথ হতাশ ভাবে জানিয়েছেন, তার সন্ধ্যেটা মোটেও পরিকল্পনা মতো হয়নি।

আরেকবার লাইভে এসে তিনি বলেন, সাহায্য পাওয়ার আশায় অপেক্ষায় আছি। যাক আমি বসে পরলাম। আপনারা কেউ লিফটে আটকে গেলে কি করতেন? কারো কাছে কী কোনো পরামর্শ আছে আমি কী করতে পারি?

অবশেষে স্মিথকে সাহায্য করতে এগিয়ে আসে অন্যরা৷ ফলে প্রায় ঘণ্টাখানেক পর বন্দিদশা থেকে মুক্তি মিলে তার।

Exit mobile version