Site icon Jamuna Television

প্রেমিকার গলায় ডগ বেল্ট বেঁধে বিমানে তুললেন প্রেমিক!

ছবি: সংগৃহীত।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অদ্ভূত ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে সকলেই অবাক! আসলেই অবাক হওয়ার মতোই ঘটনা। বিমানের ভেতরে দেখা যায়, এক যাত্রী অন্য আরেক যাত্রীর গলায় ডগ বেল্ট বেঁধে তাকে নিয়ে ভেতরে ঢুকছেন। এই ঘটনা দেখে প্রত্যেকেই হকচকিয়ে যান।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রেডিট-এ আপলোড হওয়া এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ফ্লাইটে উপস্থিত অন্যান্য যাত্রীদের মতো নেটিজেনরাও অবাক।

গলায় বেল্ট বাঁধা ওই নারী যে সামনে থাকা ব্যক্তির বান্ধবী সে বিষয় কোনো সন্দেহ নেই। বোঝাই যাচ্ছে, যে নিছক মজার জন্যই তারা এমনটা করেছেন। কিন্তু বিমানের ভেতরে এভাবে ঢোকাকে কেউই খুব ভালো চোখে দেখছেন না। নেটিজেনরা অনেকেই কমেন্ট করেছেন, এ আবার কী করতে চাইছেন তারা!

ওই নারীকে দেখে মনে হচ্ছে কোনো পোষ্য প্রাণীর মতো করে ফ্লাইটের ভেতরে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। আর তাই এই ঘটনায় নিন্দা ঝড় উঠেছে সর্বত্র। কারণ সবারই বক্তব্য, এ আবার কেমন আচরণ! তাও যাত্রীবোঝাই ফ্লাইটের মধ্যে৷

আরও পড়ুন: কুকুরের স্তন্যপান করে বড় হচ্ছে ছাগলছানা!

নিউজউইক-এর রিপোর্ট অনুযায়ী ভিডিওটি গত ২২ ডিসেম্বর পোস্ট করা হয় ৷ এরপরই সেটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়।

Exit mobile version