Site icon Jamuna Television

বিশ্বজুড়ে দুই বছরের মধ্যে রেকর্ড করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

করোনা মহামারির দুই বছরে বিশ্বব্যাপী রেকর্ড করোনা শনাক্ত হলো বৃহস্পতিবার। ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি।

বিশ্বজুড়ে একদিনে করোনায় মোট প্রাণহানি ৭ হাজারের বেশি লিপিবদ্ধ হয়েছে। সংক্রমণের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে পৌনে ৬ লাখ মানুষের শরীরে পাওয়া গেলো করোনাভাইরাস। মারা গেছেন সাড়ে ১৩’শ মানুষ।

রাশিয়ায় করোনার বিস্তার তুলনামূলক কম হলেও মৃত্যুবরণ করেছেন ৯২৬ জন। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে নমুনা পরীক্ষায় দু’লাখের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসের উপস্থিতি।

এছাড়া ব্রিটেনেও দু’লাখের কাছাকাছি করোনা শনাক্ত হয়েছে। সারাবিশ্বে মোট প্রাণহানি ৫৪ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে। মোট শনাক্ত ২৮ কোটি ৬৮ লাখের বেশি।

ইউএইচ/

Exit mobile version