Site icon Jamuna Television

মধ্যরাতে এটিএম বুথের ভিতর থেকে উদ্ধার মদ্যপ নারী

ছবি: সংগৃহীত

মধ্যরাতে মদ্যপ এক মহিলা ঘুষি মেরে এটিএম বুথের কাচ ভাঙতে গিয়ে নিজেই আহত হয়েছেন। পুলিশ তাকে উদ্ধার করতে এলে তাদের সঙ্গেও ওই মহিলা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ঘটনাটি ভারতের কলকাতার সাঁকরাইলের। আপাতত হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে সাঁকরাইলে আন্দুল রোডে একটি এটিএম বুথের ভিতরে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন ৩ যুবক। কাছে গিয়ে তারা বুঝতে পারেন মহিলা মদ্যপ অবস্থায় আছেন। নিজেই এটিএম বুথের কাচ ভেঙেছেন তিনি। তখনই কাচের টুকরো ছিটকে আহত হয়েছেন। যুবকরা মহিলাকে সাহায্য করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

পরবর্তীতে ওই মহিলাকে সাঁকরাইল হাসপাতালে ভর্তি করা হয়। যুবকদের নিয়ে যাওয়া হয় থানায়। অভিযোগ, ওই যুবকরাও মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এমনকি ভুয়া পুলিশ পরিচয় দেয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন, মহিলা কলকাতার কোনো ‘বার’ থেকে বাড়ি ফিরছিলেন। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা শুরু করেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version