রেকর্ড সংখ্যক করোনা শনাক্তের মাঝেই আবারও ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ হলো স্পেনে। বৃহস্পতিবার বার্সেলোনার সড়কে নামেন হাজারো বাসিন্দা।
করোনা বিধিনিষেধ আরোপ ও ভ্যাকসিন বাধ্যতামূলক করার প্রতিবাদে হয় এ বিক্ষোভ। এ সময় ভ্যাকসিনবিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। বর্ষবরণ উদযাপনকে কেন্দ্র করে নতুন বিধিনিষেধ আরোপ করায় প্রকাশ করেন ক্ষোভ। একে স্বাধীনতা হরণের সাথেও তুলনা করেন তারা। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বিক্ষোভ শেষে রাতভর পার্টি করেন আন্দোলনকারীরা।
এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের হানায় স্পেনে আবারও আশঙ্কাজনকহারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। প্রতিদিনই রেকর্ড সংখ্যক শনাক্ত হচ্ছে ইউরোপের এ দেশটিতে।
ইউএইচ/

