Site icon Jamuna Television

সু চি’র ঘনিষ্ঠ ২ রাজনীতিককে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র ঘনিষ্ঠ ২ রাজনীতিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সু চি’র দল- এনএলডির শীর্ষ নেতা ছিলেন তারা।

বৃহস্পতিবার ইয়াঙ্গুন কারাগারের ভেতরে বসে এই বিশেষ আদালত। এ সময় এনএলডির দুই নেতা হ্যান থার মিন্ত এবং থেইন ও’কে ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। হ্যান থার মিন্ত ছিলেন দলের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এর আগে বিভিন্ন অপরাধে কয়েক বছরের কারাদণ্ড হয় এই দুই নেতার। গেলো ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থী শতাধিক নেতা কর্মীকে আটক করেছে মিয়ানমারের সামরিক জান্তা। ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকেই সাধারণ নাগরিকদের ওপর বেড়েছে নির্যাতন। এখন পর্যন্ত প্রায় ১৪শ’ মানুষকে হত্যা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১১ হাজারের বেশি মানুষকে।

ইউএইচ/

Exit mobile version