Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, আগুনে ধ্বংস ৫৮০টি বাড়ি

সংগৃহীত ছবি

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য। ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেছে অন্তত ৫৮০টি ঘরবাড়ি। খবর বিবিসি’র।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া দাবানলে কয়েক ঘণ্টার মধ্যে পুড়ে ছাই ১৬শ’ একর বনভূমি।

এ দাবানলে গুরুতর দগ্ধ কমপক্ষে ৭ বাসিন্দা। আগুন নেভাতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। কিন্তু বাতাসের কারণে ব্যাহত হচ্ছে অভিযান। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে ঝুঁকিতে থাকা এলাকাবাসীকে। আশপাশের এলাকার বাসিন্দাদেরও এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে, গোটা এলাকায় ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে প্রবাহিত হচ্ছে বাতাস। এতে দাবানল আরও ছড়ানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদ। বন্যপ্রাণী ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Exit mobile version