Site icon Jamuna Television

জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ১৯৭৭ সালে ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সংসদ ভবনের পিছনের সড়কে এ মানববন্ধন হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরে। তাদের অভিযোগ, অন্যায়ভাবে জিয়াউর রহমান তাদের স্বজনদের হত্যা করেছে। তাই সংসদ এলাকা জিয়াউর রহমানের কবর সরানো হোক।

আরও পড়ুন: অলি-গলিতে না হেঁটে নির্বাচনমুখী হোন, বিএনপিকে কাদের

সেসময় সামরিক সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে যাদের ফাঁসি, কারাদণ্ড ও চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের নির্দোষ ঘোষণার দাবিও জানান তারা।

Exit mobile version