Site icon Jamuna Television

কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন এসএমই উদ্যোক্তারা

ক্ষুদ্রশিল্পে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন এসএমই উদ্যোক্তারা। বৃহস্পতিবার বছরের শেষ কর্মদিবসে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ছোট উদ্যোগগুলোকে বাড়তি সুবিধা দিতে করোনাকালীন প্রণোদনা প্যাকেজের ঋণসীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা সরকার ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনার দ্বিতীয় পর্যায়ের প্যাকেজ থেকে ২৫ হাজার থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। আগে এই সীমা ছিল সর্বনিম্ন ২ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা।

করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রশিল্পকে বাঁচাতে গত বছরের এপ্রিলে এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার।এবং এর আওতায় গত বছর প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণ হয়। এ বছর চলছে দ্বিতীয় মেয়াদের ঋণ বিতরণ। এই ঋণের সুদহার ৯ শতাংশ হলেও ৫ শতাংশ ভর্তুকি দেয় সরকার।

/এডব্লিউ

Exit mobile version