Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রী মাস্ক পরেন না, তাই আমিও পরি না’, মোদিকে খোঁচা

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা। আর করোনা রুখতে যে সবচেয়ে বেশি জরুরি মাস্ক পরা, তা ইতোমধ্যে সকলের জানা। সেই মাস্ক পরা নিয়ে এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন মহারাষ্ট্রকেন্দ্রিক হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সাংসদ সঞ্জয় রাউত। শিব সেনার ওই নেতা মাস্ক পরেননি কেন জানতে চাওয়া হলে রাউত উত্তর দেন, এই বিষয়ে আমি মোদিকে অনুসরণ করি। খবর এনডিটিভির।

মহারাষ্ট্রের নাসিকের একটি অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে মাস্কহীন অবস্থায় দেখা যায়। সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি মাস্ক পরেননি কেন? উত্তরে রাউত বলেন, প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে মাস্ক পরতে বলেন, কিন্তু নিজে মাস্ক পরেন না। মোদি হলেন দেশনেতা, সেই কারণে আমি এই বিষয়ে মোদিকে অনুসরণ করি।

যদিও শিব সেনা সাংসদ এদিন এও বলেন যে ভিড় ও জমায়েতে নিজের স্বার্থেই মানুষের করোনাবিধি মানা উচিত। রাউত আরও বলেন, এখনো পর্যন্ত বিধিনিষেধ জারি হয়নি। তবে আমি চাই না করোনা সংক্রমণের ফলে সেই পরিস্থিতি হোক যার ফলে ফের দেশে অর্থনৈতিক সমস্যা শুরু হয়।

Exit mobile version