Site icon Jamuna Television

নিখোঁজের ৫ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার

নিহতের ৫ দিন পর উদ্ধার হয়েছে অটোরিক্সাচালক রাজিব মিয়ার লাশ।

নিখোঁজের ৫দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে রাজিব মিয়া নামে এক অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (ডিসেম্বর) সকাল ১১টার উপজেলার কাইকারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজিব মিয়া বন্দর উপজেলা লক্ষ্যারচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহত রাজিব পেশায় একজন অটোরিক্সা চালক। গত সোমবার (২৭ ডিসেম্বর) অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরি করে পরিবার।  

আজ সকালে স্থানীয়রা একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

/এসএইচ

Exit mobile version