
মানবাধিকার পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া ও বৈশিক প্রেক্ষাপটে বাংলাদেশ ভালো অবস্থানে নেই বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তবে পাকিস্তান ও মায়ানমার থেকে কিছু কিছু মানদণ্ডে মানবাধিকার পরিস্থিতি ভালো আছে বলেও জানান তিনি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনের (এমএসএস) ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি জানান, সার্বিকভাবে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হচ্ছে না। দেশের বেশিরভাগ মানুষ মৌলিক অধিকার ও ন্যায়বিচার পায় না বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে সুলতানা কামাল বলেন, দেশের বেশিরভাগ মানুষ নির্ভয়ে জীবন যাপন করতে পারে না। সবকিছু মিলিয়ে মানবাধিকার পরিস্থিতি মানসম্মত নয় বলে জানান তিনি। এসময় তিনি বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত নাগরিকদের সবাই বিদেশে চিকিৎসা নিতে পারেন না। তবে জীবন বাঁচাতে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলিও মন্তব্য করেন তিনি।
/এডব্লিউ
 
				
				
				
 
				
				
			


Leave a reply