উৎপত্তিস্থল দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়ান্টের দাপট কিছুটা কমেছে। দেশটির সরকার দাবি করেছে, সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করে ফেলেছে দেশটি।
এ কারণে শুক্রবার (৩১ ডিসেম্বর) থেকে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকান প্রশাসন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মুখপাত্র মন্ডলি গুনগুবেলে জানান, ওমিক্রনের যে সর্বোচ্চ ঝুঁকি ছিলো তা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমে গেছে অনেক। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই রাত্রিকালীন কারফিউ তুলে দেয়া হয়েছে। আশা করছি সারা বিশ্বেই আমাদের অর্থনৈতিক দ্বার খুলে যাবে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে।
চলতি ২০২১ সালের শেষদিকে আফ্রিকা অঞ্চলে ধরা পরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। গবেষকরা নিশ্চিত হয়েছেন, করোনার এই ভ্যারিয়েন্টটি সবচেয়ে দ্রুত গতিতে ছড়ায়। বর্তমানে ইউরোপ অঞ্চলের বিভিন্ন দেশ এই ভ্যারিয়েন্টটির বিস্তার ঠেকাতে কড়াকড়ি আরোপ করা শুরু করেছে।
জেডআই/

