সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা এবং স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা একে অপরের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে ইউনিয়নের রানীগ্রাম, মশিন্দা পশ্চিমপাড়া ও বাহাদুরপুরে এই ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইউনিয়নের মশিন্দা পশ্চিমপাড়া ও রানীগ্রামে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ফাঁকা পেয়ে নৌকার সমর্থকরা তাতে ভাঙচুর চালায়। এই খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে বাহাদুরপুর এলাকায় নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তারপরও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
মশিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত মোস্তাফিজুর রহমান ও ঘোড়া প্রতিক নিয়ে আব্দুল বারী স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেডআই/

