Site icon Jamuna Television

‘পোস্টমর্টেম হবে না’ গীতিকারের সুইসাইড নোটে লাল কালিতে যা লেখা

গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (রাসেল ও’নীল) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাঝরাতে লাশ উদ্ধারের সময় তার সাথে একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটে তার স্বাক্ষরের ওপর লেখা আছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

সুইসাইড নোটে লেখা আছে, আমি স্বেচ্ছায় আত্মহনন করলাম। এর সাথে কাউকে জড়িত করা যাবে না। এবং আমার দেহের কোনো পোস্টমর্টেম হবে না। নিচে নাম রাসেল ও’নীল এবং স্বাক্ষর রয়েছে। লাল কালিতে লেখা চিঠিটির একদম ওপরে বড় অক্ষরে লেখা ‘জরুরী’।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। সেখান থেকেই তারা পায় ওই সুইসাইড নোট।

‘দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়’ এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। তার লেখা অধিকাংশ গান দলছুট এবং বাপ্পা মজুমদারের গাওয়া।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। সুইসাইড নোটের হাতের লেখা রাসেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তার পরিজন ও বন্ধুরা। তবে সুইসাইড নোটের সত্যতার পাশাপাশি আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. সাইদুর রহমান। ময়নাতদন্তের জন্য রাসেলের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version