‘টপ অর্ডারের সাথে বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব’

|

নতুন শুরুর প্রত্যাশায় বিসিবি নির্বাচক।

টপ অর্ডার ব্যাটারদের সাথে বোলাররা বাড়তি দায়িত্ব নিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ভালো ফল সম্ভব। এমনটাই মনে করেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করলে বছরটাও ভালো যাবে, তাই এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি।

সাকিব-তামিম-মাহমুদউল্লাহকে ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সিজন শুরু করতে যাচ্ছে তারুণ্য নির্ভর বাংলাদেশ। বিপরীতে কিউই দলে কেইন উইলিয়ামসন ও আজাজ প্যাটেল দলে না থাকায় বাড়তি সুবিধা পাবে সফরকারীরা। নিউজিল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত কোনো ফরম্যাটেই জয় কিংবা ড্র করতে পারেনি বাংলাদেশ। তবে নতুন শুরু প্রত্যাশা করছেন হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, যারা দলে আছে তাদের উপর আস্থা আছে আমাদের। আশা করা যায়, ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে এই টেস্ট দিয়ে। শুরু যদি ভালো হয় তবে আশা করি এবারের মৌসুমে ফলাফল ভালো হবে বাংলাদেশের। প্রথমে বোলিং-ব্যাটিং যেটাই করি না কেন, শুরুটা খুবই জরুরি।

আরও পড়ুন: ভোরে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

করোনার ধাক্কায় খুব একটা অনুশীলনের সুযোগ পায়নি মুমিনুল-মুশফিকরা। তারপরও আত্মবিশ্বাসী ডমিঙ্গো শিষ্যরা। সম্প্রতি বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার শিকার হতে হয়েছে গোটা দলকে। তলানিতে থেকেই শেষ করতে হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল মৌসুম। তবে হাবিবুল বাশারের ভাবনা নতুন শুরুর। তার মতে, বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট ভালো করবে এবার। তাছাড়া টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকেও রান প্রত্যাশা করছেন তিনি।

আরও পড়ুন: ‘পঞ্চপাণ্ডবের কোনো অর্জন নেই’, সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন তামিম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply