Site icon Jamuna Television

বিসিএলে খেলতে আগ্রহী সাকিব, পাওয়া যেতে পারে ফিট তামিমকে

ছবি: সংগৃহীত

বিসিএলে খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব আল হাসান আর পুরো ফিট তামিমকে পাওয়া যেতে পারে বিপিএলের আগেই বিসিএলে, জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। সেই সাথে তিনি বলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করলে বছরটাও ভালো যাবে। তাই এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি।

হাবিবুল বাশার সুমন বলেন, সাকিব যোগাযোগ করেছে। তবে এখনও নিশ্চিত করেনি। জানিয়েছে, সে খেলতে ইচ্ছুক। সবকিছু যদি মিলে যায় তবে সে হয়তো বিসিএলে খেলতে আসবে। আর তামিম অনুশীলনে ব্যাট করছে। মনে হয় না, ব্যাট করতে সমস্যা হবে তার। সে বিসিএলেই খেলতে পারবে।

আরও পড়ুন: ভোরে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

সাকিব-তামিম-মাহমুদউল্লাহকে ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে তারুণ্য নির্ভর বাংলাদেশ। বিপরীতে কিউই দলে কেইন উইলিয়ামসন ও আজাজ প্যাটেল দলে না থাকায় বাড়তি সুবিধা পাবে সফরকারীরা। নিউজিল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত কোনো ফরম্যাটেই জয় কিংবা ড্র করতে পারেনি বাংলাদেশ। তবে নতুন শুরু প্রত্যাশা করছেন হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, যারা দলে আছে তাদের উপর আস্থা আছে আমাদের। আশা করা যায়, ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে এই টেস্ট দিয়ে। শুরু যদি ভালো হয় তবে আশা করি এবারের মৌসুমে ফলাফল ভালো হবে বাংলাদেশের। প্রথমে বোলিং-ব্যাটিং যেটাই করি না কেন, শুরুটা খুবই জরুরি।

আরও পড়ুন: চেলসিতে অসুখী লুকাকু ফিরতে চান ইন্টারে!

Exit mobile version