Site icon Jamuna Television

মগজ ধোলাইয়ের যন্ত্র তৈরি করছে চীন, দাবী যুক্তরাষ্ট্রের

ছবি: প্রতীকী

চীন জৈবপ্রযুক্তির সহায়তায় মগজ ধোলাইয়ের যন্ত্র তৈরি করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। জানা গেছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ চীনের কিছু গোপন নথি হাতে পায়। সেই নথিগুলোই সম্প্রতি হাতে পেয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন টাইমস।

সেই নথির আলোকে সম্প্রতি ওয়াশিংটন টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয়েছে, মানুষের চৈতন্যের (জ্ঞানের) নিয়ন্ত্রণ নিতে চায় চীনের বিজ্ঞানীরা। আর এজন্য তাদের প্রধান টার্গেট মস্তিষ্ক। চীন শত্রুর শরীর ধ্বংসের পরিবর্তে তাদের মগজ নিয়ন্ত্রণ নিতে অবশ করে তাদের ইচ্ছা শক্তির নিয়ন্ত্রণ নিতে চায়। তবে, এ প্রযুক্তি ঠিক কিভাবে কাজ করে বা করবে তার সুনির্দিষ্ট কিছু তথ্য বাঁ নথি পাওয়া যায়নি।

এদিকে চীনের সামরিক সংবাদপত্র পিএলএ’র দাবি, বেইজিং চারটি প্রযুক্তি ক্ষেত্র (ন্যানো, বায়ো, ইনফরমেশন এবং কগনিশন) নিয়ে কাজ করছে।

/এসএইচ

Exit mobile version