Site icon Jamuna Television

২০২১ সালে বিচ্ছেদ হলো যে তারকাদের

এ বছর যেমন অনেক তারকাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আবার অনেক তারকা দম্পতিই বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। সবাইকে অবাক করে দিয়ে বিবাহিত সম্পর্কে ইতি টেনেছেন আমির খান-কিরণ রাও এবং জাইন মলিক-জিজি হাদিদ। সেই তালিকায় আছে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী সামান্থা রাউথ প্রভুর নামও। এছাড়া বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন আর কোন কোন তারকা চলুন জেনে নেয়া যাক।

বলিউডের পারফেকশনিস্ট আমির খান। এ বছর আমির ও কিরণ রাও তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। হাসিমুখে বিবাহ বিচ্ছেদের কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন আমির ও কিরণ। তাদের ঘরে রয়েছে এক পুত্র সন্তান। বিচ্ছেদের পরও ছেলে আজাদের জন্য বন্ধুত্ব বজায় রাখবেন বলেই জানিয়েছেন তারা।

আমির-কিরণের পর বলিউডের বেশ আলোচিত ছিল দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিচ্ছেদ। ২০১৭ সালে বিয়ে হয়েছিল এই দক্ষিণী তারকা যুগলের। চলতি বছর অক্টোবর মাসে সামান্থা ও নাগা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিচ্ছেদের কথা জানান। ২০১০ সালে ‘ইয়ে মা চেভস’ সিনেমা একসঙ্গে অভিনয়ের সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়; সেখান থেকেই শুরু হয়েছিল তাদের প্রেম।

২০১৬ সালে বিয়ে করেন বলিউড তারকা কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল। ২০২১ সালের এপ্রিলে স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার ঘোষণা দেন কীর্তি। কীর্তি কুলহারি ‘পিঙ্ক’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

টেলিভিশনের জনপ্রিয় তারকা করণ মেহরা ও নিশা রাওয়াল। ২০১২ সালে এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ৯ বছর পর একে অন্যের প্রতি নানা অভিযোগ তোলেন এ দম্পতি। পরে এ বছরই আলাদা হয়ে যান তারা। তাদের ঘরে রয়েছে একটি পুত্র সন্তান।

জনপ্রিয় র‍্যাপার হানি সিং এ বছরে বেশ কয়েকবার এসেছেন সংবাদ শিরোনামে। চলতি বছরের আগস্ট মাসে গায়ক হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন তার স্ত্রী শালিনী তলোয়ার। আর এরপরই দীর্ঘ দশ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন তারা।

এদিকে, হলিউডের সবচেয়ে আলোচিত জুটি ব্রিটিশ গায়ক জাইন মালিক এবং আমেরিকান মডেল গিগি হাদিদ। মাত্র দুইবছর একসঙ্গে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এই দম্পতি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিচ্ছেদের পর তারা দুজন মিলে কন্যা সন্তানের দেখাশোনা করেন।

কোভিড চলাকালীন সময়ে ২০২০ সালে বিয়ে করেন মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক শন পেন ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী লেইলা জর্জ। তবে বিয়ের এক বছর যেতে না যেতেই ১৫ অক্টোবর তারা আলাদা হয়ে যান।

আমেরিকান অভিনেত্রী মিগান গুড ও চলচ্চিত্র প্রযোজক ডিভন ফ্র্যাঙ্কলিন বিয়ে করেছিলেন ২০১২ সালের জুন মাসে। দীর্ঘ সময় একসাথে থাকার পর চলতি বছর ২১ ডিসেম্বর তারা বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এ বছর আরও এমন অনেক তারকাই হেটেছেন বিচ্ছেদের পথে।

এছাড়া এই বছরে বিয়ে করেছেন যারা, তাদের নিয়ে প্রতিবেদনটি পড়ুন এখানে।

/এডব্লিউ

Exit mobile version