ইমরুল কায়েসকে দলে চেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইমরুলের অভিজ্ঞতা তাকে এখন সাফল্য এনে দিতে পারে বলে আত্মবিশ্বাসী তামিম। বলেছেন, ইমরুল অভিজ্ঞ খেলোয়াড়। তাকে আবার সুযোগ দিলে ভালো করতে পারে।
২০২৩ বিশ্বকাপের জন্য ইমরুলের মত আরও দু’একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে চাওয়ার কথা নির্বাচকদের জানিয়েছেন তামিম ইকবাল। সেই সাথে ক্যারিয়ার, পঞ্চপাণ্ডব, ট্রফি, অবসর নিয়ে তামিম ইকবাল খোলামেলা কথা বলেছেন যমুনা টিভির জৈষ্ঠ্য প্রতিবেদক তাহমিদ অমিতের সাথে। তিন পর্বের ধারাবাহিকের শেষটি প্রকাশিত হলো আজ।
আরও পড়ুন: ‘পঞ্চপাণ্ডবের কোনো অর্জন নেই’, সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন তামিম
২০২৩ বিশ্বকাপকে কেন্দ্র করে এগোচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। দলে চেয়েছেন ইমরুল কায়েসকে। এ নিয়ে তামিম বলেন, ইমরুলের অভিজ্ঞতা তাকে সাফল্য পেতে সাহায্য করবে। তবে বোর্ড প্রেসিডেন্টের কথাও ঠিক যে, পারফর্ম করতে হবে। আমি মনে করি, ইমরুল এখানে সাফল্য পেতে পারে। তবে শুধু ইমরুল না, আমি হয়তো সেদিন ইমরুলের নাম বলেছি। তবে আমি সব সময়ই ক্রিকেটারদের ব্যাপারে নির্বাচকদের সাথে কথা বলি। তবে সময়ের সাথেই আপনারা দেখতে পাবেন। তবে দিন শেষে ক্রিকেটারদের পারফরমেন্সই বড় কথা। যাদের পারফরমেন্স ভালো, তাদের ব্যাপারে আমারও কিছু বলতে হবে না। এমনিতেই সবকিছু ঘটবে।
আরও পড়ুন: যমুনার মুখোমুখি তামিম, জাতীয় দলের হয়ে খেলতে চান আরও ৩/৪ বছর

