Site icon Jamuna Television

রংপুরে নির্মাণাধীন লিফটের গর্ত থেকে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর চকবাজার এলাকায় নিখোঁজের ৫ ঘণ্টা পর একটি বহুতল ভবনের নির্মাণাধীন লিফটের গর্ত থেকে তামাম নামে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলি জানান, চক বাজার এলাকার ওই বহুতল ভবনটিতে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে পরিবার-পরিজন নিয়ে ভাড়ায় ওঠেন পীরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু।

সন্ধ্যা সাতটায় তার ৮ বছরের পুত্র মাহাদিন ইসলাম তামাম সরকার সকলের অগোচরে নিচে নামে। তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ এসে দেখতে পায় ভবনটির নির্মাণাধীন লিফটের নিচে গর্তের পানিতে ভেসে আছে সেন্ডেল। সন্দেহ হলে পুলিশ সেই পানি অপসারণ করে সেখান থেকে রাত পৌনে বারোটায় তামাম সরকারের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইংরেজি নববর্ষ ২০২২ সাল বরণের জন্য এ সময় চক বাজারের আশেপাশে অনেক জায়গায় বিকট শব্দে মাইকে গান ও পিকনিক চলছিল। তামামের মৃত্যুর ঘটনায় সবকিছু স্তব্ধ হয়ে যায়।

জেডআই/

Exit mobile version