Site icon Jamuna Television

মক্কার গ্র্যান্ড মসজিদে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে মুসলিমদের পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদে নতুন করে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম জারি করা হয়েছে। দেশটিতে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণের পর এই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম জারি করে কর্তৃপক্ষ। খবর এএফপি’র।

কাবা শরীফ এলাকায় ও আশেপাশের মেঝে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা শুরু করেছে।

সৌদি কর্তৃপক্ষ বলেছে যে, তারা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য কাবা শরীফে সামাজিক দূরত্বের প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় আরোপ করবে। এর আগে, রাজ্য ভেতর ও বাইরে উভয় স্থানেই সামাজিক দূরত্ব ও মাস্কের পুনরায় প্রয়োজন হবে বলে উল্লেখ করে।

উল্লেখ্য, ৩ কোটি ৪০ লাখ জনগোষ্ঠীর দেশ সৌদি আরবে এ পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে আট হাজার ৮৭৪ জনের। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটেছে।

Exit mobile version