Site icon Jamuna Television

চীনে লকডাউনে দুর্ভোগ: জিয়ান শহরে খাদ্য ও ওষুধের সংকট

ছবি: সংগৃহীত

লকডাউনের কারণে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম সংকটে পড়েছে চীনের জিয়ান শহরের বহু বাসিন্দা।

বিবিসি জানিয়েছে, এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সংকটে পড়েছেন অসুস্থ এবং বৃদ্ধরা। গেল ২৪ ডিসেম্বর শহরটিতে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের বাস শহরটিতে। স্থানীয় প্রশাসন বলছে, শহরটির বাসিন্দাদের জন্য খাবার, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হচ্ছে।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এসব জরুরী সেবা সরবরাহের ক্ষেত্রে মানা হয়নি নিয়ম। ফলে সুষ্ঠু বণ্টন না হওয়ায় খাবার এবং ওষুধের সংকট দেখা দিয়েছে। অনেক ভুক্তভোগীই নিজেদের দুরবস্থার কথা তুলে ধরেছেন বলে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, চীনে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে এই জিয়ান শহরে। প্রথম দিকে জিয়ানে যে বিধিনিষেধ জারি করা হয় তাতে প্রতি পরিবারের একজনকে প্রতি দুদিন অন্তর একবার খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বের হবার অনুমতি দেয়া হয়। কিন্তু গত সোমবার থেকে নিয়মের কড়াকড়ি করা হয়। সোমবার থেকে বাসিন্দাদের বলা হয় একমাত্র করোনা পরীক্ষার জন্য ছাড়া আর কোনো কারণে ঘরের বাইরে বের হওয়া যাবে না।

Exit mobile version