Site icon Jamuna Television

ওয়ানডে থেকেও ছিটকে গেলেন রোহিত; অধিনায়ক লোকেশ

ছবি: সংগৃহীত

ওয়ানডেতে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজটিই খেলা হলো না রোহিতের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্টের পর এবার ওয়ানডে থেকেও ছিটকে গেলেন এই হিটম্যান। ওয়ানডেতে তার জায়গায় নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

এদিকে, প্রায় ৫ বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এর আগে ২০১৭ সালের জুনে তাকে সবশেষ দলে নেয়া হয়েছিল। তবে ২০২১ সালের শুরুতে টি-২০ দলে ডাক পেয়েছিলেন তিনি। অন্যদিকে, ভারতের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ভেংকটেশ আইয়ার। চলতি সিরিজেই অভিষেক হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডারের।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২১ ও ২৩ তারিখ হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

Exit mobile version