Site icon Jamuna Television

মাস্ক ছাড়াই বিমানবন্দরে প্রবেশ, ট্রলের শিকার কঙ্গনা

ছবি: সংগৃহীত

গত বছরের শেষ সকালে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন কঙ্গনা রানাওয়াত। সকাল সকাল শাড়ি পরে সেজেগুজে হাজির এই অভিনেত্রী, কিন্তু মুখে নেই মাস্ক। এমনকি মাস্ক ছাড়াই তিনি প্রবেশ করছেন বিমানবন্দরে। কঙ্গনার এই ছবি সামনে আসতেই তাকে ট্রল করতে শুরু করেন নেটিজেনরা।

কঙ্গনার বিমানবন্দরের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিওতেই নেটিজেনদের ট্রলের শিকার হতে হয় অভিনেত্রীকে। একজন নেটিজেন লিখেছেন, ‘মাস্ক না পরার ছাড়পত্র পেয়েছেন কঙ্গনা?’কেউ লিখেছেন, ‘ওকে কেউ জিগেস করো, মাস্ক কোথায়?’

আরও পড়ুন: ২০২১ সালে বিচ্ছেদ হলো যে তারকাদের

উল্লেখ্য, বর্তমানে কঙ্গনার হাতে রয়েছে একাধিক ছবি। সম্প্রতি ‘তেজস’ এর শুটিং শেষ করলেন অভিনেত্রী। ছবিতে একজন ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন সারভেশ মেওয়ারা। এছাড়াও ‘ধক্কড়’ নামের আরেকটি ছবিতে দেখা যাবে তাকে। এই ছবিতে অ্যাকশন করতেও দেখা যাবে কঙ্গনাকে।

সূত্র: জি নিউজ।

Exit mobile version