Site icon Jamuna Television

দেশজুড়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই

নতুন বছরের শুরুর দিনেই রাজধানীসহ দেশজুড়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই।

শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন স্কুলে বই দেয়ার কার্যক্রম শুরু হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

করোনার কারণে কয়েক ধাপে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেয়া হবে। চলতি মাসেই শেষ করা হবে বই দেয়ার কার্যক্রম।

শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। বছরের শুরুতেই বই দেয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা।

চলতি শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে।

/এডব্লিউ

Exit mobile version