Site icon Jamuna Television

বানর ছিনিয়ে নিল ১৬ দিনের শিশু

বারান্দায় ঘুমোচ্ছিল ছিল ১৬ দিন বয়সী শিশুটি। আচমকা একটি বানর নেমে আসে সেখানে, এবং কোনো সুযোগ না দিয়েই ছো মেরে শিশুটিকে নিয়ে যায়।

শনিবার এ ধরনের অদ্ভুত একটি ঘটনা ভারতের ওড়িশা রাজ্যের কটক জেলার তালাবাস্তা গ্রামে ঘটেছে বলে জানিয়েছ টাইমস অব ইন্ডিয়া।

শিশুকে উদ্ধারে বন বিভাগ কর্মকর্তা ও দমকল কর্মীরা ব্যাপক অভিযান পরিচালনা করে। কিন্তু তারা এখনও ওই শিশুটির অবস্থান সম্পর্কে কোনো সূত্র পায়নি।

বন বিভাগের কর্মকর্তা জানান, “সকাল ছ’টার দিকে বাবা রামা ক্রশনা নায়েকের সঙ্গে বারান্দায় ঘুমাতে থাকা শিশুটিতে নিয়ে পালিয়ে যায় একটি বানর। ওই সময় শিশুটির মা গৃহস্থালীয় কাজ করছিল।”

তিনি আরও বলেন, “এত দ্রুত ঘটনাটি ঘটেছিল যে শিশুটির মা কিছুই করতে পারেনি, এবং তার হাকডাকে গ্রামের সবাই ছুটে আসে।”

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version