Site icon Jamuna Television

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত রং মিস্ত্রী

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার বহুতল ভবন রং করার সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে জড়িয়ে দুলাল মিয়া (৪২) নামের একজন রং মিস্ত্রী মারা গেছেন। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

শনিবার (১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এরই মধ্যে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের উত্তর পাশের একটি ভবনের তিনতলায় রং করার সময় পাশের বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে তার মাথা লেগে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

সেখানেই প্রায় ঘণ্টাখানেক ঝুলে থাকার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

এসজেড/

Exit mobile version