Site icon Jamuna Television

তালেবানের গুলিতে চার পাকিস্তানি সেনা নিহত

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এক বন্দুকযুদ্ধে চারজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) উত্তর ওয়াজিরিস্তান সীমান্তবর্তী জেলার মীর আলি শহরে এ ঘটনা ঘটে। খবর ভয়েস অব আমেরিকার।

এ নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়, তেহরিক–ই–তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে পাকিস্তানের সেনাবাহিনী। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতেই মারা যান চার সেনা সদস্য। এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ না করলেও জঙ্গি সংগঠনের এক সদস্যকে গোলাবারুদসহ আটক করা হয়েছে বলে জানানো হয় এই বিবৃতিতে।

আরও পড়ুন: ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনির মৃত্যু

এদিকে, টিটিপির পক্ষ থেকে আরেকটি বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়েছে, বুধবার (২৯ ডিসেম্বর) রাতে সেনাবাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে তারা। এতে সাত সেনাসদস্য নিহত হন। তবে তালেবানের পক্ষে কোনো প্রাণহানি হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে টিটিপি ও ইসলামাবাদ অস্ত্রবিরতিতে পৌঁছায়। তবে গত ১০ ডিসেম্বর তা ভেঙে যায়। সরকারি বাহিনীই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ তালেবানের।

এসজেড/

Exit mobile version