Site icon Jamuna Television

সংক্রমণ কমেছে, দু’বছর পর রাত্রিকালীন কারফিউ বাতিল দক্ষিণ আফ্রিকায়

ছবি: সংগৃহীত।

ওমিক্রন নিয়ে বিশ্বকে প্রথম সতর্ক করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপরই একের পর এক দেশের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় দেশটিকে। তবে সব ফাঁড়া সামলে নিয়ে ওমিক্রনসহ গোটা করোনা সংক্রমণকেই নিয়ন্ত্রণে এনেছে দক্ষিণ আফ্রিকা। তাই নতুন বছরের শুরুতে গত দুই বছর ধরে আরোপিত রাত্রিকালীন কারফিউ বাতিল ঘোষণা করা হলো। খবর আল জাজিরার।

এ নিয়ে দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের হার, ভ্যাকসিনেশন ও স্বাস্থ্যখাতের সক্ষমতার কথা বিবেচনা করে আগের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: নববর্ষে চীনকে কঠোর হুঁশিয়ারি তাইওয়ানের

সরকারের এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে দেশটির জনগণ ও ব্যবসায়ীরা। গত দু’বছরের কড়া বিধি-নিষেধ ও রাত্রিকালীন কারফিউয়ের কারণে দেশটির বাণিজ্যখাতে ক্ষতির পরিমাণ অনেক। এই সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে স্থায়ীভাবে। তাই কড়াকড়ি উঠে যাওয়ার পর নতুনভাবে বছরটি শুরু করার স্বপ্ন দেখছেন দক্ষিণ আফ্রিকার মানুষ।

এসজেড/

Exit mobile version