Site icon Jamuna Television

এবার ‘ফ্লোরোনা’র আক্রমণ, প্রথম শনাক্ত ইসরায়েলে

ছবি: সংগৃহীত।

ইসরায়েলে প্রথমবারের মতো একজনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ও ইনফ্লুয়েঞ্জার যৌথ রূপ ‘ফ্লোরোনা’।

আরব নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই শনিবার ১ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে ‘ফ্লোরোনা’ শনাক্ত হয় বলে জানা গেছে। চলতি সপ্তাহেই প্রসব যন্ত্রণা নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন তিনি। ‘ফ্লোরোনা’ আক্রান্ত ওই নারী করোনার একটি টিকাও নেননি।

গত এক সপ্তাহে হঠাৎ করেই ইসরায়েলে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়েছে। পাশাপাশি করোনার তো আছেই।

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, শুধু গত সপ্তাহেই সেখানকার ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে ১,৮৪৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে করোনা আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর ফলে নিউমোনিয়া, মায়োকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ফ্লোরোনা সংক্রমণ হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা ফ্লোরোনার সংক্রমণ থেকে বাঁচার উপায়ও বলেছেন। এই রোগ ঠেকাতে যত দ্রুত সম্ভব করোনার টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

করোনার সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঢেউ শুরু হওয়ার পর দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক নাচম্যান অ্যাশ কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং বয়স্কদের চতুর্থ বুস্টার ডোজ দেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে। দেশটিতে চারমাস আগে করোনার তৃতীয় ডোজ দেয়া শেষ হয়েছে।

এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য বিভাগ শুক্রবার থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করেছে।

আরও পড়ুন- শহরের প্রাণকেন্দ্রে এক খুঁটিতে হাজার হাজার পাখির বাসা, নজর কাড়ছে সবার

এনবি/

Exit mobile version