Site icon Jamuna Television

কোটালীপাড়ায় গণপিটুনির শিকার হলেন প্রিজাইডিং অফিসার

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি কেন্দ্রে ভুল করে ফেলে আসা ব্যালট বাক্স উদ্ধার করতে গিয়ে পরাজিত ইউপি সদস্যপ্রার্থীর সমর্থকদের গণপিটুনির শিকার হয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার।

ঘটনাটি ঘটেছে জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোটকেন্দ্র কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গণপিটুনির শিকার হয়েছেন গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মন্ডল। তিনি কোটালীপাড়া কাজী মন্টু কলেজের প্রভাষক।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১ জানুয়ারি) স্কুল খোলার পর প্রধান শিক্ষক চিন্ময় বসু লাইব্রেরী রুমে একটি ফাঁকা ব্যালট বাক্স দেখতে পেয়ে প্রশাসনকে জানান। বিষয়টি জানার পর দুপুরে প্রিজাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মন্ডল ব্যালট বাক্সটি আনতে ওই স্কুল কেন্দ্রে যান। কিন্তু বিষয়টি আগেই এলাকায় ছড়িয়ে পড়ে। প্রিজাইডিং অফিসার আসলে পরাজিত সদস্য প্রার্থী মো. ফারুক বেপারীর লোকজন তাকে গণপিটুনী দেয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে।

জেডআই/

Exit mobile version