Site icon Jamuna Television

ভাইকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করলো বড় ভাই

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ইনামুল হক মন্ডল (৪১) নামের এক চা বিক্রেতাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে তার আপন ভাই আজানুর মন্ডল (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম।

শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহেশপুর থানা চত্বরে মোহাইমিনুল ইসলাম জানান, নিজেদের জমি-জমা নিয়ে বিরোধের কারণেই মেজো ভাই আজানুর মন্ডল ঘুমন্ত ছোট ভাই ইনামুল হক মন্ডলের মাথায় হাতুড়ি দিয়ে প্রথমে আঘাত করে। পরে দুই ভাইয়ের মধ্যে বেশকিছু সময় ধস্তাধস্তি হয়। পরে ঘাতক মেজোভাই ছোটভাইকে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে আমাদের কাছে স্বীকার করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মহেশপুর দত্তনগর সড়কের চৌমহনী বাজারের চা বিক্রেতা ইনামুল হক মন্ডলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শুক্রবার সকালে পুলিশ নিহত ইনামুল হক মন্ডলের লাশ উদ্ধার করে। পুলিশ ঐদিন বিকালে ঘাতক মেজো ভাই আজানুর মন্ডলকে হাতুড়ী ও মাফলারসহ আটক করে।

জেডআই/

Exit mobile version