Site icon Jamuna Television

কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ ইরানের স্যাটেলাইট

ছবি: সংগৃহীত

ইরানের গবেষণা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর)ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হোসেইনি রাষ্ট্রীয় টেলিভিশনে একথা জানিয়েছেন। তিনি জানান, কক্ষপথে পৌঁছানোর জন্য রকেট উপযুক্ত গতি অর্জন করতে পারেনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে অস্ট্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানে পরোক্ষ আলোচনার মধ্যেই এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে এই উৎক্ষেপণের নিন্দা জানিয়েছিল।

আহমদ হোসেইনি বলেন, একটি পেলোডের কক্ষপথে পৌঁছাতে প্রতি সেকেন্ডে ৭ হাজার ৬০০ মিটার গতি প্রয়োজন। আমরা ৭ হাজার ৩৫০ পর্যন্ত পৌঁছাতে পেরেছি।

বৃহস্পতিবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিলেও তা কক্ষপথে পৌঁছাতে পেরেছিল কিনা তা স্পষ্ট করেননি এই মুখপাত্র। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এটি ছিল পরীক্ষামূলক উৎক্ষেপণ।

মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানের। এর আগে কয়েকবার স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করলেও কারিগরি জটিলতায় সেসব ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন- মহাকাশে রকেট পাঠালো ইরান!

এনবি/

Exit mobile version