Site icon Jamuna Television

শাহরুখ খানের মতো দেখতে এই তরুণী! (ভিডিও)

শাহরুখ খান ও শাহরুখের সাজে দীক্ষিতা। ছবি: সংগৃহীত।

কিছুদিন আগেই বলিউড বাদশা শাহরুখ খানের মতো দেখতে এক যুবক ভাইরাল হয়। কিন্তু এবার ভাইরাল হলো এক তরুণী।

ওই নারীকে দেখা গেল শাহরুখ বেশে। অবিকল শাহরুখের মতো সেই তরুণীর ভিডিও সামাজিকমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন। একজন নারী কী করে শাহরুখের মতো দেখতে হয়, এই নিয়ে হৈ চৈ পড়ে গেছে। আসলে পুরো বিষয়টি মেকআপের কারসাজি।

দীক্ষিতা নামে এক মেকআপ আর্টিস্ট শাহরুখ খানের ভক্ত। মেকআপ করে নিজের মুখকেই শাহরুখের মতো করে নিয়েছেন তিনি। যদিও তিনি দেখতে শাহরুখের মতো নন।

কিন্তু নিজের মুখে শাহরুখের মুখ এঁকেছেন দীক্ষিতা। যা দেখে বিস্মিত ভারতের সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা। এ যেন শাহরুখই। দেদারছে শেয়ার হচ্ছে ভিডিওটি। প্রশংসাও করেছেন অনেকে।

মেকআপের মাধ্যমে শাহরুখ খান হয়ে যাওয়া তরুণীর ভিডিওটি দেখুন এখানে

আরও পড়ুন- ওমকে বিয়ে করলেন শ্রাবন্তী!

এনবি/

Exit mobile version