Site icon Jamuna Television

৩ মেয়েকে জবাই করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা মায়ের

প্রতীকী ছবি।

তিন মেয়েকে জবাই করে হত্যার পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী।

শনিবার (১ জানুয়ারি) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জেলুম জেলার পিন্দ দাদান খান এলাকার হারানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ নিহত তিন সন্তানকে শনাক্ত করেছে। তারা হলো ৫ বছর বয়সী জয়া, ৪ বছরের ফাইজা এবং তিন বছরের জান্নাত। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ওই নারীর নাম ইয়াসমিন। তার শরীর মারাত্মকভাবে পুড়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

পুলিশ জানায়, ওই নারীর স্বামীর ফয়েজ আহমদ একজন রিকশা চালক। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে সন্তানদের হত্যা করেছেন ওই নারী।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আরও পড়ুন- বাবার ফাঁসির ১৫ বছর পূর্তিতে ইরাকিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাদ্দাম কন্যার

এনবি/

Exit mobile version