Site icon Jamuna Television

কোম্পানীগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফাইল ছবি

কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) বিকাল ৫ টা ১৫ মিনিটে পুলিশ-বিজিবির উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ নিহত যুবকের নাম লোকেশ রায় (৩৬)। সে উপজেলার কালাইরাগ এলাকার বিশন রায়ের পুত্র। তার শরীরে একাধিক গুলি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম গতকাল জানান, শুক্রবার সকাল ১১ টা থেকে লোকেশ রায় নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবার। আর আজ বিকাল সোয়া পাঁচটায় সীমান্তের বাংলাদেশ অংশে তার লাশ পাওয়া যায় বলে জানান ওসি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ভারতীয় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে লাশটি থানায় আনা হয়েছে। লাশটিকে ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এসএইচ

Exit mobile version