Site icon Jamuna Television

ইউরোপিয়ান ফুটবলে করোনায় আক্রান্ত একশোরও বেশি!

ছবি: সংগৃহীত

করোনার থাবায় বিপর্যস্ত ইউরোপিয়ান ফুটবল। বড়দিনের ছুটির পর স্প্যানিশ লা লিগার প্রায় সব ক্লাবেই আছড়ে পড়েছে করোনা। ১৯ দলে এখন পর্যন্ত খেলোয়াড়-কোচিং স্টাফ’সহ ১০১ জন হয়েছেন কোভিড আক্রান্ত।

কেবল বার্সেলোনায় মূল স্কোয়াডের ৯ খেলোয়াড় হয়েছেন করোনা পজেটিভ। বাদ যাননি নতুন কোচ জাভি হার্নান্দেসও। আক্রান্তদের তালিকায় রয়েছেন দানি আলভেস, স্যামুয়েল উমতিতি, ফিলিপে কৌতিনহো ও গ্যাভিদের মতো বড় তারকার নাম। সবশেষ পিসিআর টেস্টে রিয়াল মাদ্রিদের তিন ফুটবলারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সেরে উঠেছেন মার্সেলো, লুনিন, মার্কো’রা। তবে ভিনিসিয়াস জুনিয়র ও লুকা জোভিচ এখনো করোনামুক্ত হননি।

আরও পড়ুন: কোন নতুন ঠিকানায় যাবেন এমবাপ্পে, পগবা, দিবালা, বেলরা?

সবচেয়ে ভয়াবহ অবস্থা ইংলিশ প্রিমিয়ার লিগে। ক’দিন আগেই ৪২ ফুটবলার ও সাপোর্টিং স্টাফ হয়েছেন কোভিড আক্রান্ত। তারও আগে এই সংখ্যা ছিল ১০৩ জন। বাতিল হয়েছে হাইভোল্টেজ ম্যাচসহ ১৩’টি খেলা।

এদিকে, চেলসির বিপক্ষে বিগ ম্যাচের আগে লিভারপুলের তিন ফুটবলার হয়েছেন করোনা পজেটিভ। সেই সাথে ক্লাবটির কিছু স্টাফও আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

আরও পড়ুন: ২০২২ সালের বিশ্ব ক্রীড়াঙ্গন থাকবে মহাব্যস্ত, দেখে নিন ইভেন্টগুলো

Exit mobile version