Site icon Jamuna Television

হেডের জায়গায় এলেন খাজা

হেডের জায়গায় দলে ফিরলেন খাজা (ডানে)। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া দলের ট্রাভিস হেড আক্রান্ত হয়েছেন করোনায়। সেই সুযোগে দীর্ঘদিন পর দলে ফিরলেন বাঁহাতি ব্যাটার উসমান খাজা।

প্রায় একমাস কোনো ম্যাচ খেলার মধ্যে নেই উসমান খাজা। তবুও দলে সুযোগ পাওয়ায় ব্যাট হাতে ছন্দে ফিরতে আত্মবিশ্বাসী তিনি। এক ম্যাচ খেলার সুযোগ পেলেও সেঞ্চুরি হাকানোর প্রত্যাশা খাজার। এছাড়াও, হেডের অনুপস্থিতে দলকে ভালো কিছু দেয়ারও আশাবাদ তার।

আরও পড়ুন: ভারতকে জরিমানা করলো আইসিসি

চলমান অ্যাশেজে একের পর এক করোনার থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো সিরিজ। ম্যাচ রেফারি ডেভিড বুনের কোভিডে আক্রান্ত হওয়ার একদিন পরেই এই খারাপ খবর পেলো অজি’রা। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, করোনা পজেটিভ হলেও ট্রাভিস হেডের তেমন কোনো উপসর্গ নেই। তবে মেলবোর্নেই আপাতত আইসোলেশনে থাকতে হবে তাকে।

আরও পড়ুন: পরের মাটির পর ঘরের মাটিতেও অভিষেকে সেঞ্চুরির রেকর্ড কনওয়ের

/এম ই

Exit mobile version