Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে নাদাল

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনকে সামনে রেখে মেলবোর্ন পৌঁছেছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে দেশটিতে পৌঁছান তিনি।

গত ডিসেম্বরে আবুধাবিতে প্রদর্শনী টুর্নামেন্ট খেলার পর করোনা আক্রান্ত হন এই টেনিস তারকা। ২০০৯ সালে ক্যারিয়ারের একমাত্র অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছিলেন এই স্প্যানিশ। ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন ওপেনে নাদালের উপস্থিতি বাড়তি প্রেরণা জোগাবে আয়োজকদের। তবে ৯ বারের চ্যাম্পিয়ন জোকোভিচের অংশগ্রহণ নিয়ে এখনো রয়েছে সংশয়।

আরও পড়ুন: ইউরোপিয়ান ফুটবলে করোনায় আক্রান্ত একশোরও বেশি!

এদিকে, ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামসের মতো তারকারা।

আরও পড়ুন: নতুন বছরে ‘নির্লজ্জ’ ও ‘আত্মকেন্দ্রিক’ পোস্ট দিয়ে তোপের মুখে রোনালদো!

Exit mobile version