Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় বাতিল সাড়ে চার হাজারের বেশি ফ্লাইট

করোনা মহামারি ও খারাপ আবহাওয়ার কারণে গেলো ২৪ ঘণ্টায় শুধু যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে আড়াই হাজারের বেশি ফ্লাইট। এবারের ক্রিসমাস মৌসুমে যা সর্বোচ্চ। শনিবার (১ জানুয়ারি) বিশ্বে সাড়ে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টাইন নিয়ে যুদ্ধ পরিস্থিতি চলছে এয়ারলাইন্সগুলোতে। এর সাথে যোগ হয়েছে প্রবল তুষারপাত। ফলে বাতিল হচ্ছে বহু ফ্লাইট। এদিন শিকাগোর ও’হারে এবং মিডওয়ে বিমানবন্দরে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বিলম্বে ছাড়ে ১০ হাজারের মতো ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। তীব্র শীতের মধ্যে এয়ারপোর্টের মেঝেতেই কাটে ঘণ্টার পর ঘণ্টা। ২৪ ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে।

/এডব্লিউ

Exit mobile version